• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতিসংঘে রাশিয়াকে নিন্দা জানাল ১৪১ দেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৪:১৬ পিএম
জাতিসংঘে রাশিয়াকে নিন্দা জানাল ১৪১ দেশ

ইউক্রেন সংকট নিয়ে টানা দুই দিন বিতর্কের পর রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে জাতিসংঘে। সাধারণ পরিষদের অধিবেশনে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবে ভোট দিয়েছে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। এছাড়া ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, চীন, ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা, দক্ষিণ আফ্রিকাসহ ৩৫টি দেশ। এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া ও রাশিয়া।

বিবিসি জানায়, এই প্রস্তাবের মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানানো হয়। এছাড়া দেশটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে।

অধিবেশনের শুরুতে রুশ আগ্রাসনের নিন্দা জানান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ও নিজেদের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় বিশ্বাস করলে প্রস্তাবের পক্ষে ভোট দিতে আহ্বান করেন তিনি।

তবে রাশিয়ার মিত্র দেশগুলো এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। যদিও সাধারণ পরিষদের পাস হওয়া এ প্রস্তাব মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই।

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। যদিও মস্কোর দাবি, জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুযায়ী আত্মরক্ষার জন্য এই অভিযান পরিচালনার অধিকার রয়েছে তাদের।

Link copied!