• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘‍‍অস্ত্রধারী’ আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১২:৩২ পিএম
জাতিসংঘ সদর দপ্তরের সামনে ‘‍‍অস্ত্রধারী’ আটক

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে অস্ত্রধারী এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। 

বিবিসি জানায়, প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর অস্ত্রধারীকে আটক করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় ম্যানহাটন সিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক ব্যক্তিকে অস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এ সময় ওই ব্যক্তি চিৎকার করে আত্মহত্যার হুমকিও দেন।আপাতদৃষ্টে ওই ব্যক্তির বয়স ষাটের কাছাকাছি বলে মনে করা হচ্ছে।

ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ জারি করা হয় বলে জানান দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিভিন্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, দীর্ঘ সময় ধরে অস্ত্র হাতে ফুটপাতে হাঁটছিলেন। পরে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এছাড়া নিউইয়র্ক পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, কয়েক ঘণ্টার চেষ্টায় অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যক্তি এখন হেফাজতে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।

এদিকে আত্মসমর্পণের আগে, অস্ত্রধারী ব্যক্তি ফুটপাতে বেশ কয়েকটি নোটবুক রেখে যান। নিউইয়র্ক পুলিশ এগুলো জব্দ করেছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এলাকাটি সুরক্ষিত থাকায় জাতিসংঘের কোনো কর্মী বা সহযোগী বিপদে নেই। এই ঘটনায় জাতিসংঘের বৈঠকও বাধাগ্রস্ত হয়নি। ঘটনার তদন্তে কাজ চলছে।

Link copied!