২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর এবারই প্রথম লকডাউনের আওতায় চীনের বৃহত্তম শহর সাংহাই। বিবিসি জানায়, কোভিড পরীক্ষার জন্য সাংহাই শহরে দুই দফায় নয় দিনের জন্য লকডাউন জারি হচ্ছে।
চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র সাংহাইতে প্রায় এক মাস ধরেই সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছেন। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলোর সংক্রমণ হারের তুলনায় সেখানকার পরিস্থিতি ভয়াবহ নয়। তাই অর্থনৈতিক অস্থিতিশীলতা এড়াতে প্রায় আড়াই কোটি জনবসতির শহরটিকে লকডাউনে আওতায় না আনার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা।
তবে মহামারী শুরুর পর শনিবার সাংহাইয়ে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ রেকর্ড করা হয়। এরপরই কর্তৃপক্ষ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
দুটি পর্যায়ে এই লকডাউন জারি হবে। শহরের পূর্বাঞ্চলে ২৮ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। আর পশ্চিমে লকডাউন হবে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ।
এসময় গণপরিবহণ স্থগিত রাখা হবে এবং অফিস ও কারখানাগুলোর কার্যক্রম অবশ্যই বন্ধ রাখতে হবে। তবে প্রতিষ্ঠান চাইলে কর্মীরা ঘরে বসে কাজ করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।