চীনে ১৩৩ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রয়টার্স জানায়, ইস্টার্ন এয়ারলাইনসের বিমানটি সোমবার দক্ষিণ চীনের কুনমিং শহর থেকে গুয়াংজু যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় জড়িত বিমান বা হতাহতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, গুয়াংজুতে হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
চীনের বিমান পরিবহন সংস্থা (সিএএসি) বলছে উড়োজাহাজটি উঝো শহরের কাছ দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিলেন।
উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। দুর্ঘটনার ফলে সৃষ্ট আগুন নেভানোর আগেই এটি গাছের উপর আছড়ে পরে পুড়ে ছাই হয়ে যায়।
কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার উদ্দেশ্যে সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় ছেড়েছিল ফ্লাইটটি। ফ্লাইট রাডারে সর্বশেষ দুপুর ২টায় এটিকে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় উড়তে দেখা যায়।
বিকেল ৩টায় এর অবতরণের কথা ছিল। চীনের বিমান পরিবহন ব্যবস্থা তাদের নিরাপত্তা ও সেবার মানের দিক থেকে গত এক দশক ধরেই বিশ্বসেরাদের কাতারে রয়েছে।