চীনে বিধ্বস্ত হওয়া ইস্টার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজের আরোহীদের দেহাবশেষ পাওয়া গেছে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে এসব দেহাবশেষ খুঁজে পেয়েছেন। তবে দুর্ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) চীনের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্তৃপক্ষ বলছে, কয়েকশত উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী কাজ করছেন। তাদের পক্ষে তল্লাশি চালানো কঠিন হয়ে পড়েছে। তারপরও তারা ব্ল্যাকবক্স (ককপিট ভয়েস রেকর্ডার), কিছু আরোহীর দেহাবশেষ খুঁজে পেয়েছেন। এখন তারা দ্বিতীয় ব্ল্যাকবক্সের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসনের (সিএএসি) এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (২৩ মার্চ) প্রথম একটি ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেন কর্মীরা। ককপিট ভয়েস রেকর্ডারের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের রেকর্ড ভাল আছে। তথ্য বিশ্লেষণের জন্য সেটি বেইজিংয়ে পাঠানো হয়েছে।
সোমবার (২১ মার্চ) চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজোতে যাওয়ার পথে দুর্ঘটান কবলে পড়ে বিমানটি। মাঝ আকাশ থেকে পার্বত্য অঞ্চলের পাহাড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানটি। তদন্তকারীরা এখনও দুর্ঘটনার কারণ জানেন না।