প্রথমবারের মতো চীনের মূল ভূখণ্ডে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। সিএনএন জানায়, উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
তিয়ানজিনের স্বাস্থ্য বিভাগ জানায়, দ্রুত সময়ের মধ্যে ওমিক্রনের বাহককে শনাক্ত করে আইসোলেশনে নিতে পেরেছে তারা। আক্রান্ত ব্যক্তি ৯ ডিসেম্বর দেশের বাইরে থেকে চীনে আসেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে।
চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে তার দেহে ওমিক্রনের উপস্থিতি শনাক্ত করে। তবে প্রাথমিকভাবে সংক্রমিত ব্যক্তি উপসর্গবিহীন বলে জানা গেছে। এই মুহূর্তে আক্রান্তকে হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওমিক্রন আতঙ্কে বিশ্বের অনেক দেশই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেইজিং শীতকালীন অলিম্পিকের আগে এই সংক্রমণ নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এরই মধ্যে রাজধানীর সঙ্গে একটি প্রদেশ ছাড়া সব কটির ফ্লাইট বাতিল করা হয়েছে।
গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে ৫০টির বেশি দেশে ছড়িয়েছে ওমিক্রন। সোমবার (১৩ ডিসেম্বর) যুক্তরাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত একজনের মৃত্যুর খবর জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।