• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চার পৌরসভায় নিরঙ্কুশ বিজয়ের পথে তৃণমূল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০২:৫৩ পিএম
চার পৌরসভায় নিরঙ্কুশ বিজয়ের পথে তৃণমূল

কলকাতার পর পশ্চিমবঙ্গের আরও চার পৌরসভার নির্বাচনে দাপট দেখাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হিন্দুস্তান টাইমস জানায়, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এবং বিধাননগরে বিপুল ভোট আর আসন ব্যবধানে এগিয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

শনিবার বিক্ষিপ্ত সহিংসাতার মাঝেই চারটি পৌরসভার নির্বাচন হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসেই জানা যাবে ভোটের ফল।

দুই দিনের মধ্যে ভোটের ফল প্রকাশের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থাসহ ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে রয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়।

মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী ও দাঙ্গা পুলিশ। গণনাকেন্দ্রের বাইরেও মোবাইল ভ্যান ও কুইক রেসপন্স টিম।

প্রাথমিক ফল অনুসারে শিলিগুড়িতে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে তৃণমূল। মোট ৪৭ আসনের ৩৭ টি আসনে জয় নিশ্চিত করেছে তারা।

বিজেপির ঝুলিতে এসেছে পাঁচটি আসন। চারটি আসন পেতে যাচ্ছে বামেরা। কংগ্রেসের দখলে মাত্র একটি আসন।

বিধাননগরের ৭২% ভোট তৃণমূলের পক্ষে। দ্বিতীয় অবস্থানে আছে বাম দল। বিজেপি পেয়েছে ৮.৫ শতাংশ ভোট।

শিলিগুড়িতে জয় নিশ্চিত হতেই মেয়র ঘোষণা করে ফেলেছে তৃণমূল। বামেদের ক্ষমতাচ্যুত করার ‘পুরস্কার’ স্বরূপ গৌতম দেবকে মনোনয়ন দিয়েছেন মমতা।

এছাড়াও আসানসোলের ৫০ টি ওয়ার্ডে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। আশানুরূপ ফল পেয়ে আমি দলের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Link copied!