মাত্র চার বছর বয়সে চীনের ইউনান প্রদেশ থেকে অপহৃত হন লি জিংওয়েই। শিশু পাচারকারী চক্র তাকে ভুলিয়ে নিয়ে অন্য একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়।
এরপর কেটে যায় ৩০টি বছর। বাবা-মাকে ছাড়াই নতুন পরিবারে বেড়ে ওঠেন লি। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ঝাওতং শহরের কাছে বাড়ি ছিল তাদের। অপহরণকারীরা তাকে নিয়ে বিক্রি করেছিল প্রায় ১৮০০ কিলোমিটার দূরের এক বাড়িতে।
বড় হওয়ার পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে থাকতেন লি জিংওয়েই। বেশ কয়েক বছর ধরেই তিনি তার আসল মা-বাবাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করছিলেন।
নিজের পালক পিতামাতার কাছ থেকে কোন তথ্য না পেয়ে সরকারি ডিএনএ তথ্যভাণ্ডারে অনুসন্ধান করেন তিনি। সেখানেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ইন্টারনেটের শরণাপন্ন হন তিনি।
বিবিসি জানায়, গত ২৪শে ডিসেম্বর নিজের স্মৃতি থেকে তার হারানো গ্রামের বাড়ির একটি ছবি আঁকেন তিনি। এরপর তা প্রকাশ করেন ডোউইন নামের একটি ভিডিও শেয়ারিং অ্যাপে।
মানচিত্র থেকে একটি ছোট গ্রামের সঙ্গে তার ছবির মিল খুঁজে পায় চীনের পুলিশ। সেই গ্রামে এক মহিলার সন্ধানও পাওয়া যায় – যিনি বহু বছর আগে নিজের ছেলেকে হারিয়েছেন।
ডিএনএ নমুনা মিলিয়ে নিশ্চিত করা হয় লি-ই সেই নারীর হারিয়ে যাওয়া ছেলে। আর এভাবেই তিন দশকেরও বেশি সময় পর লি জিংওয়েই সঙ্গে তার পরিবারের পুনর্মিলন হয়।
সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে মা-ছেলের ভিডিও। এতে দেখা যায়, লি তার মায়ের মুখ থেকে মাস্ক সরিয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন।