• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় অশনি, লক্ষ্য মিয়ানমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৫:১৬ পিএম
গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় অশনি, লক্ষ্য মিয়ানমার

বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় অশনি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ গতি বাড়িয়ে এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

হিন্দুস্তান টাইমস জানায়, এর গতি প্রায় দেড় গুণ বেড়ে ঘণ্টায় ২০ কিলোমিটারে দাঁড়িয়েছে। তবে শুরুতে বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা করা হলেও ঝড়টি ক্রমশ মায়ানমারের দিকে এগোচ্ছে। উপকূলের মধ্যে দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করবে।

ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুয়াযী, ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাচ্ছে সম্ভাব্য ঘূর্ণিঝড় অশনি'। সোমবার সকাল থেকে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আন্দামানের মায়াবুন্দরের দক্ষিণ-পূর্বে ১২০ কিলোমিটার এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৫৬০ কিলোমিটার দূরে এর অবস্থান শনাক্ত করেছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও মিয়ানমারর উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ো আবহাওয়া বজায় থাকতে পারে সোমবার থেকেই।

Link copied!