করোনা আতঙ্কে অনিশ্চয়তার মধ্যে পড়লেও অবশেষে প্রায় এক মাস পিছিয়ে ঘোষণা হল কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন। পূর্বঘোষিত ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বইমেলা নিয়ে বৈঠক শেষে এই তথ্য জানান পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সদস্যরা। সব ঠিক থাকলে সেন্ট্রাল পার্ক ময়দানে কলকাতা বইমেলা আয়োজন হবে।
ওমিক্রনের প্রকোপে করোনা সংক্রমণ বাড়ায় রাজ্যে বাড়তি সতর্কতা গ্রহণ করা হলেও বইমেলা আয়োজনের ক্ষেত্রে কোনও বাধা নেই। যদিও মেলার দর্শনার্থীদের মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে এরইমধ্যে।
হিন্দুস্তান টাইমস জানায়, এর আগে ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে ১২ ফেব্রুয়ারি বিধাননগরে পৌরসভা নির্বাচন হওয়ায় মেলা পিছোনোর আবেদন জানিয়েছিল আয়োজকরা।
সেই আবেদনেই সাড়া দিয়েছে রাজ্য সরকার। পেছানো হয়েছে মেলার উদ্বোধনের তারিখ।