• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কর্ণাটকে বাস দুর্ঘটনায় নিহত ৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৪:৪৭ পিএম
কর্ণাটকে বাস দুর্ঘটনায় নিহত ৮

ভারতের কর্ণাটক রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার তুমকুর জেলার পাভাগড়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত পক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জন। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছে। তুমকুর থানার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

এনডিটিভি জানায়, বাসটিতে অনত ৬০ জন যাত্রী ছিল। এটি সড়কের এক বাঁকে মোড় নিতে গিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

মঙ্গলবার রাজ্যের বিজয়নগর জেলার বনভিকাল্লুতে আরেকটি গাড়ি উল্টে যায়। এতে মৃত্যু হয় ৫ জনের। আহত হন আরও ৯ জন। নিহতদের মধ্যে চার নারীও ছিলেন।

এর আগে গত সপ্তাহে রাজ্যের কালাবুর্গিতে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। এতে ৫ জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতরা সবাই মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা। গঙ্গাপুরের দত্তাত্রেয় মন্দির থেকে ফেরার পথে যাত্রীরা এই দুর্ঘটনার শিকার হন।

 

Link copied!