• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৯:৫৮ এএম
করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার শরীরে কোভিডের মৃদু উপসর্গ ধরা পড়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) টুইট নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

টুইটে কেজরিওয়াল লিখেছেন, “আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের কাছে অনুরোধ কোভিড পরীক্ষা করিয়ে নিন। আইসোলেশনে থাকুন।“

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লিতে কোভিড সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। 

সোমবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার ছিল ৬.৪৬ শতাংশ। যদি সংক্রমণের হার লাগাতার দুই দিনের বেশি ৫ শতাংশের ওপরে থাকে, তাহলে সরকার চূড়ান্ত সতর্কতা এবং কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। 

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৮১ শতাংশের ওমিক্রন ধরা পড়েছে। সোমবার দিল্লিতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন।

Link copied!