• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট করোনায় আক্রান্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০২:৩৮ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট করোনায় আক্রান্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের করোনা শনাক্ত হয়েছে। সোমবার তার কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পরে পরীক্ষায় তার দেহে করোনা ধরা পড়ে।

প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার জেরুজালেমে ব্লিঙ্কেনের সঙ্গে ইসরায়েলি ও আরব কূটনীতিকদের নিয়ে ‘ঐতিহাসিক শীর্ষ সম্মেলন’ করেছেন বেনেট। করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ বোধ করছেন।”

রোববার উত্তরের হাদেরা শহর পরিদর্শন করেন বেনেট। সেখানে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় দুই পুলিশ কর্মকর্তা গুলি করে হত্যা করে। দুই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, “সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। নিহত ইসরায়েলি পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি।”

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও বলা হয়, নাফতালি বেনেট নিজ বাসভবনে কোয়ারেন্টিন করছেন। বাড়ি থেকে পরিকল্পনা অনুযায়ী তার কাজকর্ম চালিয়ে যাবেন তিনি।

Link copied!