• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে সতর্ক ইউরোপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৪:৩৪ পিএম
করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে সতর্ক ইউরোপ

ডেলটা ধরনের সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। এরই মধ্যে কয়েকটি দেশে জারি হয়েছে লকডাউনসহ নানা বিধিনিষেধ।

স্কাই নিউজ জানায়, এবার করোনার চতুর্থ ঢেউয়ের কেন্দ্রস্থল জার্মানি, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। এই তিন দেশেই নাগরিকদের টিকা দেওয়ার জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বড়দিন পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

যেসব এলাকায় হাসপাতালগুলোতে করোনা রোগী বাড়ছে সেখানে টিকা না নেওয়া নাগরিকদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

এদিকে গ্রীসে সিনেমা হল, যাদুঘর আর ব্যায়ামাগারের মতো জনবহুল স্থানে টিকা ছাড়াও প্রবেশ নিষিদ্ধ করাসহ বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে। এ সপ্তাহে দেশটিতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হলেও মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এখনও টিকা নেয়নি।

অস্ট্রিয়াতে স্কুলগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি কারফিউ জারি হয়েছে কয়েকটি রাজ্যে। আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে লকডাউনে ঘোষণা হচ্ছে সেখানে।

ফ্রান্সে রেস্তোরাঁ, সিনেমা আর দূরপাল্লার ট্রেনে উঠার জন্যেও টিকা সনদ বা করোনা পরীক্ষায় নেগেটিভ ফল দেখাতে হবে। অন্যদিকে, হাঙ্গেরিতে স্বাস্থ্যসেবার জড়িত সবার জন্য টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার থেকে বেশিরভাগ স্থানে জনসাধারণকে মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্স জানায়, গত সপ্তাহে বিশ্বের সাপ্তাহিক সংক্রমণের সর্বোচ্চ হার দেখে গেছে ইউরোপে। এছাড়াও বিশ্বে করোনায় মোট মৃত্যুর প্রায় অর্ধেকই হয়েছে ইউরোপের দেশগুলোতে।

Link copied!