উত্তরাখণ্ডের পৌড়ীর রাজপুত পরিবারে ১৯৫৮ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন বিপিন। বাবা লক্ষ্মণ সিংহ রাওয়াত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। বিপিন রাওয়াত ১৯৭৮ সালে ভারতীয় সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন। তিনি চার দশক ধরে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কয়েক প্রজন্ম ধরে রাওয়াতের পরিবার ভারতের সশস্ত্র বাহিনীতে কাজ করে আসছে।
রাওয়াতের নেতৃত্ব ভারতীয় সামরিক বাহিনী ভারত-অধিকৃত কাশ্মির এবং চীন সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের উত্তর-পূর্ব সীমান্ত এলাকায় বিদ্রোহীরা উগ্র হয়ে উঠলে তিনি সেখানে কৃতিত্বের পরিচয় দেন। ভারত-মিয়ানমার সীমান্তেও বিরোধী অবসানে ভূমিকা পালন করেন। শুধু বিপিন রাওয়াতই ভারতের সেনাবাহিনীতে ভূমিকা রেখেছেন তা নয়, যার কয়েক প্রজন্ম ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করেছে। পারিবারিক সূত্র ধরেই সেনাবাহিনীতে তার আসা।
বিপিন লেফটেন্যান্ট জেনারেল পদে উত্তীর্ণ হয়ে পুনের দক্ষিণাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান হন। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ২০১৬ সালে নিযুক্ত হন সেনাপ্রধান পদে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর অবসর নেওয়ার কথা থাকলেও মোদি সরকার সেনা বিধি সংশোধন করে সশস্ত্র বাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক করেন বিপিনকে। অবসরের আগে ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার কথা ছিল তার।
ভারতের তামিলনাড়ুতে বুধবার (৮ ডিসেম্বর) সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সস্ত্রীক নিহত হন ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত।