ডেলটার পর করোনার নতুন রূপ ওমিক্রনের সংক্রমণ বাড়ায় মহামারি নিয়ে আবারও আতঙ্ক বাড়ছে দেশে দেশে। তবে আশার বাণী শোনাল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রে ওমিক্রন সংক্রমণের প্রাথমিক ফলাফল উদ্বেগজনক নয় বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য উপদেষ্টা ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্টনি ফাউচি। স্থানীয় সময় রবিবার সিএনএন-এর স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে ফাউচি বলেন, বিশেষজ্ঞদের পক্ষে এই মুহূর্তে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ও অন্য দেশগুলোতে ডেলটা ধরনের ক্ষয়ক্ষতির চাইতে ওমিক্রনের ভয়াবহতা তুলনামূলক কম।
ফাউচি আরও বলেন, “এখন পর্যন্ত মনে হচ্ছে না যে এটি একটি বড় মাত্রার ক্ষয়ক্ষতি ঘটাতে পারবে। তবে এটিকে কম গুরুতর দেওয়া যাবে না। কিংবা এখনই ডেলটার সঙ্গে এর ভয়াবহতা তুলনা করে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে।”
অমিক্রন নিয়ে এমন ধারণায় ক্রমেই বেশি আত্মবিশ্বাসী হচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও করোনা মহামারিবিষয়ক বিশেষজ্ঞরা। এতে বিশ্বজুড়ে করোনার নতুন এ ধরনটি নিয়ে চলা আতঙ্কের মধ্যে কিছু স্বস্তির ভাবও দেখা যাচ্ছে।
একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও নতুন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। বিভিন্ন দেশকে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশ্বের ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। তবে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে আগত ওমিক্রন সংক্রমিত রোগীদের দেহে মৃদু লক্ষণ দেখা গেছে।
ওমিক্রনের সংক্রমণে মৃত্যুর ঘটনাও ঘটেনি কোন দেশে। আর তাই মহামারি ঠেকাতে টিকা ও স্বাস্থ্য সতর্কতা জোরদারের ওপরেই জোর দিচ্ছে উন্নত দেশগুলো।