করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন ঠেকাতে ফাইজার-বায়োএনটেক টিকার বুস্টার ডোজ কার্যকর বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। নতুন এক গবেষণা শেষে বায়োএনটেকের গবেষকরা জানান, ফাইজারের তিনটি ডোজ ওমিক্রনসহ করোনার অন্যান্য রূপের বিরুদ্ধে শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে পারে।
এক বিবৃতিতে ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোরলা বলেন, “সম্পূর্ণরূপে টিকা দেওয়া নিশ্চিতের পরেও করোনার বিস্তার রোধে একটি অতিরিক্ত বুস্টার ডোজ সর্বোচ্চ সুরক্ষা দিতে পারে।”
সম্প্রতি ওমিক্রন নিয়ে আলাদা গবেষণা চালায় ফাইজার-বায়োএনটেক ও দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। দুই পরীক্ষাতেই দেখা গেছে, করোনার আগের ধরনগুলোর তুলনায় ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম সুরক্ষা দেয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে প্রচলিত টিকার দুই ডোজই ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর।
ডব্লিউএইচওর জরুরি দুর্যোগ বিভাগের পরিচালক মাইক রায়ান বলেছেন, ওমিক্রন প্রচলিত টিকার সুরক্ষা ভেদ করতে পারে, এমন কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।
বার্তা সংস্থা এএফপিকে রায়ান জানান, “আমাদের কাছে যেসব টিকা আছে, তা এখন পর্যন্ত সব ধরনের করোনার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি ঠেকাতেও এসব টিকা ভূমিকা রাখবে।”