করোনাভাইরাস চীনের পরীক্ষাগারে তৈরি - মার্কিন রাজনীতিবিদ ও সংবাদমাধ্যমগুলোর এমন সন্দেহ নাকচ করে দিয়েছে দুটি নতুন আন্তর্জাতিক গবেষণা। গার্ডিয়ান জানায়, গবেষণাপত্রে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখিয়েছেন উহানের সামুদ্রিক মাছের বাজার থেকেই মানবদেহে প্রথম করোনা সংক্রমণ হয়।
গত বছরের আগস্টে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো চীনের পরীক্ষাগার থেকে করোনা ছড়িয়েছে এমন আশঙ্কা জানালেও শেষ পর্যন্ত তা প্রমাণ করতে ব্যর্থ হয়। তবে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার দাবি করা হচ্ছে, স্পষ্টতই এই মহামারির সূত্রপাত হয়েছিল উহানের বাজার থেকেই।
সমীক্ষায় এক বাক্যের উল্লেখ করা হয়েছে: প্রাথমিকভাবে আক্রান্তদের তথ্য ও উহান বাজারের প্রাণী বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহকৃত নমুনা থেকে বোঝা যায় সামুদ্রিক খাবারের পাইকারি বাজার হুয়ানান থেকেই কোভিড-১৯ এর উৎপত্তি।
শনিবার প্রকাশিত এই গবেষণায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিজ্ঞানীরা অংশ নিয়েছেন। তাদের সাবাই উহান থেকে করোনার সংক্রমণ শুরুর ব্যাপারে একমত হয়েছেন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির মতে, ২০১৯ সালে উহানে প্রথম করোনা সংক্রমণ শুরু পর গত দুই বছরে বিশ্বব্যাপী মহামারিতে মৃতের সংখ্যা প্রায় ৬০ লাখ। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ কোটির বেশি মানুষ।