• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগীর শপথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৬:৪৪ পিএম
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগীর শপথ

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিলেন যোগী আদিত্যনাথ। তাকে শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল।

শুক্রবার (২৫ মার্চ) লখনো অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে শপথ পাঠ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির অনেক নেতা উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার সময় প্রায় ৮৫ হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনেকে ‘নতুন ভারতের নতুন উত্তর প্রদেশ’ লেখা পোস্টার নিয়ে মাঠে উপস্থিত ছিলেন।

এবারও যোগীর মন্ত্রীসভায় থাকছেন দুইজন উপমুখ্যমন্ত্রী। এদের মধ্যে কেশবপ্রসাদ মৌর্য ভোটে হারলেও উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। আবার বিধানসভা ভোটে না লড়েও বিধান পরিষদের দৌলতে উপমুখ্যমন্ত্রী হচ্ছেন দীনেশ শর্মা। গতবার ওই পদে থাকা ব্রজেশ পাঠককে এ বার উপমুখ্যমন্ত্রিত্ব দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর উপস্থিতিকে স্বাগত জানিয়ে যোগী আদিত্যনাথ টুইটে লেখেন, “মহান দেশপ্রেমিকদের তপভূমি উত্তরপ্রদেশের পুণ্য মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানাই।”

তার শপথগ্রহণের পরই উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক টুইটে যোগীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “শুভেচ্ছা। আপনার নেতৃত্বে উত্তরপ্রদেশ উন্নয়নের এক নতুন উচ্চতায় উঠবে বলে আশা রাখি।”

উত্তরপ্রদেশের ৪০৩ বিধানসভা আসনের মধ্যে এবার ২৫৫টি আসন পায় বিজেপি। বিজেপি মোট ভোট পেয়েছে ৪১.২৯ শতাংশ।

Link copied!