• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

উঠোনে গাঁজার বাম্পার ফলন, বাদ সাধল পুলিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৭:২৯ পিএম
উঠোনে গাঁজার বাম্পার ফলন, বাদ সাধল পুলিশ

বাড়ির উঠোনে ফসল কিংবা শাকসবজি ফলিয়ে স্বাবলম্বী হন অনেকেই। তবে ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক বাড়ির উঠোনে ফলিয়েছেন প্রায় ১০ লক্ষ রুপির নিষিদ্ধ মাদক গাঁজা।

হিন্দুস্তান টাইমস জানায়, নদিয়ার হাঁসখালি থানার গয়েশপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযান চালিয়ে লক্ষ লক্ষ টাকার গাঁজা গাছ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশের জানায়, বাড়িটিতে গোপনে গাঁজা চাষ করা হচ্ছিল বলে অভিযোগ পান তারা। তবে ঘটনাস্থলে গিয়ে হতবাক হন পুলিশ কর্মকর্তারাও। বাড়ির উঠোন রীতিমত গাঁজা গাছ দিয়ে জঙ্গল তৈরি করে ফেলেছেন তারা।

এসব গাঁজা পাচারকারীদের কাছে বিক্রি করা হত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান চালিয়ে কেটে ফেলা হয়েছে সমস্ত গাঁজা গাছ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার সীমান্ত এলাকা দিয়ে গাঁজাসহ নানান মাদকের চোরাচালান হয়। অবৈধ চোরাচালান রুখতে প্রায়ই অভিযান চালায় পুলিশ। এলাকাটির আর কোনও এ ধরণের গাঁজা চাষ হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!