রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয়দের লড়াইকে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সংগ্রামের সঙ্গে তুলনা করে বিপাকে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের কাছেই সমানভাবে সমালোচিত হয়েছেন তিনি।
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার এক বক্তৃতায় তিনি বলেন, ইউক্রেনীয়দের মতো ব্রিটিশদেরও ‘স্বাধীনতা জন্য’ সংগ্রাম করতে হয়েছে। এসময় ২০১৬ সালে ইইউ ত্যাগ করার জন্য ব্রিটিশদের গণভোটকে ‘সাম্প্রতিক উদাহরণ’ হিসাবে উল্লেখ করেন তিনি।
এই মন্তব্য যুক্তরাজ্য ও ইউরোপের অনান্য দেশের রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রাক্তন সভাপতি ডোনাল্ড টাস্ক এই বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন।
এছারাও যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতা পিয়ার লর্ড বারওয়েল বলেন, গণভোটের যুদ্ধে কারো “মৃত্যুঝুঁকির সঙ্গে তুলনার মত ব্যাপার না।” অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি এই বক্তব্যকে ইউক্রেনীয়দের প্রতি ‘অপমান’ বলে ক্ষোভ ঝেড়েছেন।
শনিবার ব্ল্যাকপুলে কনজারভেটিভ পার্টির সম্মেলনের ইউক্রেনীয়দের লড়াইকে ব্রেক্সিটের সাথে তুলনা করে ব্যাপক সমালোচনার মধ্যে আছেন বোরিস। এই ভাষণে তিনি আরও বলেছেন, “আমি জানি ইউক্রেনের জনগণের সহজাত প্রবৃত্তি আমাদের দেশের মানুষের মত, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। ব্রিটিশ জনগণ যখন ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল, তখন কিন্তু বিদেশীরা তাদের শত্রু মনে করেনি।”
এছাড়া সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করার জন্য চীনকে জোরালোভাবে আহ্বান জানান বোরিস। বেইজিং যেন তার নিরপেক্ষ অবস্থান সম্পর্কে ‘দ্বিতীয় চিন্তাভাবনা’ করে সেই পরামর্শ দিয়েছেন তিনি।