ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রুশ সামরিক বাহিনী। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে বিবিসি।
খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ জানান, বেশ কিছু হালকা সামরিক যান শহরে প্রবেশ করেছে। এছাড়াও একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরের উত্তর-পূর্বে রাশিয়ান সামরিক বহর চলাচল করছে।
এমন পরিস্থিতিতে বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন সিনেগুবভ। তিনি বলেন, “রাশিয়ান সৈন্যরা শহরের কেন্দ্রে রয়েছে। কেউ নিয়াপদ আশ্রয় ত্যাগ করবেন না। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূলের চেষ্টা করছে। বেসামরিক নাগরিকদের রাস্তায় না নামতে অনুরোধ করা হচ্ছে।”
খারকিভের বিভিন্ন রাস্তায় ইউক্রেনের সেনাবাহিনী সঙ্গে রুশ সেনাদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, গত এক ঘণ্টা ধরেই রুশ সেনারা শহরে ঢুকে পড়ছে।
সামাজিক মাধ্যমের ছবি ও ভিডিওতে শহরের রুশ সেনাদের দেখা যাচ্ছে। খারকিভের কর্মকর্তারা সকালে স্থানীয়দের আশ্রয়কেন্দ্র বা সড়কের বাইরে না থাকতে সতর্ক করেছেন।
রোববার চতুর্থ দিনের মতো ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা চলছে। যদিও খারকিভ এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে রুশ সেনাদের। এই দুই জায়গায় জোর লড়াই চলছে দু’পক্ষের সেনার মধ্যে। একের পর এক রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা। আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, রাজধানী কিয়েভের নিকটবর্তী ভাসিলকিভ শহরের একটি তেলের ডিপোতে মিশাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে শহরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় নাগরিকরা কিয়েভের দিকে পালাচ্ছেন।