• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে ৭ দিনে নিহত ২২৭: জাতিসংঘ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১০:৩৮ এএম
ইউক্রেনে ৭ দিনে নিহত ২২৭: জাতিসংঘ

রুশ সামরিক অভিযানের সপ্তম দিন শেষে ইউক্রেনের নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। আহত হয়েছে ৫২৫ জন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে ২৪ মার্চ মধ্যরাত থেকে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এসব হতাহতের ঘটনা ঘটে।

জেনেভায় জারি করা বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “হতাহতদের বেশিরভাগই ভারী কামান, রকেট থেকে গোলাবর্ষণ, বিমান হামলাসহ বিস্ফোরক অস্ত্রের হামলায় মারা যান।”

যদিও জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মনে করছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। বিশেষ করে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলের অনেক এলাকায় যেখানে এখনও তীব্র লড়াই চলছে। ফলে সেখানে হতাহতের সংখ্যা সঠিকভাবে নির্ধারণ সম্ভব হয়নি।

এছাড়াও জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, এই যুদ্ধে ৮ লাখ ৭০ হাজারের বেশি মানুষ এখন নিরাপত্তার সন্ধানে ইউক্রেন ছেড়ে অন্য দেখে পালিয়ে গেছে।

এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানান, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে চারশ রুশ সৈন্য নিহত হয়েছে। বড় শহরগুলোতে এখনও ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। তুমুল লড়াই চলছে ইউক্রেনের সেনাদের সঙ্গে।

Link copied!