• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে যুদ্ধে ১৪ শিশুসহ নিহত ৩৫২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:২৯ পিএম
ইউক্রেনে যুদ্ধে ১৪ শিশুসহ নিহত ৩৫২

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। আল-জাজিরা জানায় সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে ১৪ শিশুসহ ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধে ১১৬ শিশুসহ আহত হয়েছেন মোট ১ হাজার ৬৮৪ জন। বড় শহরগুলোতে এখনও ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। তুমুল লড়াই চলছে ইউক্রেনের সেনাদের সঙ্গে।

রোববার রাতে উপকূলীয় শহর বারদিয়ানস্কের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। ফেসবুকে এক ভিডিও বার্তায় মেয়র আলেকজান্ডার সভিডলো এই তথ্য জানান।

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে চারটার দিকে শহরে প্রবেশ করে রুশ সেনা। এরপর তারা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয়। রাত আটটায় শহরের সিটি হলে প্রবেশ করে তারা। মেয়র জানান, শহরের সব প্রশাসনিক ভবন রুশ সেনাদের নিয়ন্ত্রণে আছে। নির্বাহী কমিটির ভবনেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

কৃষ্ণসাগরের তীরবর্তী এই শহরটি প্রায় এক লাখ ইউক্রেনীয় বসবাস করেন। এর আগে জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখলে নেয় রাশিয়া।

নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্কও এখন রুশ সেনাদের দখলে। তবে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হচ্ছে তাদের। আন্তর্জাতিক গণমাধ্যমের ভিডিও ও ছবিতে বিভিন্ন এলাকার সড়কে তুমুল লড়াই চলতে দেখা গেছে।

Link copied!