যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ এনেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনাকালে কিছু এলাকায় জীবাণু অস্ত্র তৈরির নমুনা খুঁজে পেয়েছে রুশ সেনারা।
এটি রাশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় বলেও উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূর্ব ইউক্রেনে সম্প্রতি কিছু “নতুন তথ্য” পাওয়া গেছে যা থেকে বোঝা যায়, এসব এলাকার জীবাণু যুদ্ধের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
জীবাণু অস্ত্র তৈরির জন্য পেন্টাগন ইউক্রেনকে ব্যবহার করছে বলেই বিশ্বাস লাভরভের। যদিও তার অভিযোগকে “উদ্ভট” বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও একই অভিযোগ আনেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র সেখানে প্লেগ ও এ্যানথ্রাক্সের মত মারাত্মক জীবাণু নিয়ে কাজ করছিল।
লাভরভ আরও বলেন, “হোয়াইট হাউজের এই অস্বীকৃতিতে বিস্মিত হওয়ার কিছু নেই।”
যদিও ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ বলেছে এরকম অস্ত্র তৈরির বিষয়ে তাদের কাছে কোনো তথ্যপ্রমাণ নেই। তবে রাশিয়ার দাবি ‘অত্যন্ত গোপনীয়তার’ সঙ্গেই যুক্তরাষ্ট্র এসব অস্ত্র তৈরি করছে।