• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার হুঁশিয়ারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০২:৪৫ পিএম
ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার হুঁশিয়ারি

ইউক্রেনের জন্য ২০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, অস্ত্র সহায়তার মধ্যে স্বল্প পাল্লার সমরাস্ত্র, ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাও থাকবে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ভারী গোলাবর্ষণের বিরুদ্ধে প্রতিরক্ষা সহায়তার অনুরোধের পর এই সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার নিরাপত্তা সহায়তা অনুমোদনের পর প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজে দেওয়া বক্তব্যে জানান, ইউক্রেনে সামরিক সরঞ্জামের জরুরি চালানের পথ প্রশস্ত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এক স্মারকলিপিতে বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমে ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার নির্দেশ দেন বাইডেন।

তবে এ সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র চালান লক্ষ্য করে রুশ সেনাবাহিনী হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছি যে, বাইরের দেশ থেকে অস্ত্র পাঠানো কেবল বিপজ্জনক পদক্ষেপ হবে না, এটি তাদের চালানকে হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে।”

রিয়াবকভ আরও অভিযোগ করে বলেন, ওয়াশিংটন মস্কোর সতর্কতাকে গুরুত্ব সহকারে নিচ্ছে না। ইউক্রেনের বিষয়ে কোন আলোচনা প্রক্রিয়াতেও সহায়তা করছে না তারা।

Link copied!