• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেন-রাশিয়া আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি: পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৮:৩০ পিএম
ইউক্রেন-রাশিয়া আলোচনায় ‘ইতিবাচক’ অগ্রগতি: পুতিন

ইউক্রেনে চলমান অচলাবস্থা নিয়ে রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের নেতা অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে পুতিন একথা বলেন।

পুতিন বলেন, আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।

এখন পর্যন্ত বেলারুশ-ইউক্রেন সীমান্তে দুই পক্ষের মধ্যে তিন দফা বৈঠক হয়েছে। ওই বৈঠকে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি ইউক্রেন-রাশিয়া। এদিকে বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত এই আলোচনায় কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।

রাশিয়ার ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশের জন্য ইতিবাচক হতে পারে বলেও মন্তব্যও করেছেন পুতিন। তিনি বলেন, এ রকম সময়ে সুযোগ পাওয়া যায় অর্থনীতি শক্তিশালী করার ও প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!