আফগানিস্তানের পশ্চিম প্রান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ মাত্রা।
বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার মাঝরাতে পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের আঘাতে অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা কমপক্ষে ২৬। অনেক ঘরবাড়িও ধসে পড়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি জানান, ভূমিকম্পে বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
আল-জাজিরাকে আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক জানান, নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছেন। এ ছাড়া ৭০০-এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়।