আফগানিস্তানের জাবুল প্রদেশে চার দিন কুয়ার মধ্যে আটকে থাকার পর এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দীর্ঘ প্রচেষ্টার পর ছয় বছর বয়সী শিশু হায়দারের মরদেহ তুলে আনেন উদ্ধারকারীরা।
বিবিসি জানায়, টানা চার দিন ২৪ ঘণ্টা ধরে চেষ্টার পরেও বাঁচানো যায়নি শিশুটিকে। উদ্ধারকারীরা জানান বৃহস্পতিবার থেকেই কুয়ার ভেতর থেকে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
মঙ্গলবার রাস্তার ধারে খেলতে গিয়ে ৮০ ফুট গভীর কুয়ার ভেতরে পড়ে যায় শিশু হায়দার। এরপর দড়ি নামিয়ে তাকে ১০ মিটার নিচ পর্যন্ত টেনে তোলা হয়। তবে সেখান থেকে একটি খাঁজের মধ্যে আটকে পড়ে যায় সে।
সে কারণে উদ্ধারকারীরা তার কাছে খাবার ও পানি পৌঁছাতে হিমশিম খাচ্ছিল। ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। কুয়ার পাশে মাটি খুঁড়েও শিশু হায়দারের কাছে পৌঁছানোর চেষ্টা করে উদ্ধারকারীরা।
পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহার জানান, উদ্ধার তৎপরতা শেষে শিশুটিকে বের করে আনার পর কয়েক মিনিট তার শ্বাসপ্রশ্বাস চলছিল। তবে চিকিৎসকেরা তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ফেব্রুয়ারির শুরুতে মরক্কোয় আরেকটি শিশুও কুয়ার ভেতরে আটকে মারা যায়। মর্মান্তিক এ ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে বিশ্বজুড়ে।