• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অসুস্থ শিশুদের বড়দিনের উপহার নিয়ে গেল চোর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০১:৪৯ পিএম
অসুস্থ শিশুদের বড়দিনের উপহার নিয়ে গেল চোর

বড়দিনে শিশুদের চমক দিতে ১০০টি আইপ্যাডসহ নানান উপহার অর্ডার করেছিল যুক্তরাজ্যের অ্যাল্ডার হে চিলড্রেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে লিভারপুলের ওয়েস্ট ডার্বির হাসপাতালটিকে হতবাক করে দিয়ে সেই উপহার নিয়ে যায় চোর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রায় ১ লাখ মার্কিন ডলার মূল্যের ১০০টি আইপ্যাড চুরি হওয়ার পর এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ নভেম্বর হাসপাতালের একটি কন্টেইনার থেকে ডিভাইসগুলি চুরি হওয়ার পর পুলিশে অভিযোগ করা হয়।

সিসিটিভির ফুটেজ আর তদন্তের মাধ্যমে জানা গেছে, ৫৪ বছর বয়সী ব্যক্তি গত মাসে লিভারপুলের একটি দোকানে ৪০ টি আইপ্যাড বিক্রি করে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মার্সিসাইড থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মার্সিসাইডের পুলিশ কর্মকর্তা স্টিভেন ওনিল জানান, আইপ্যাডগুলো হাসপাতালের অসুস্থ শিশু ও তাদের পরিবারকে উপহার দেওয়ার জন্য কেনা হয়েছিল। অফিসাররা বড়দিনের মধ্যেই এগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। স্থানীয়দের এই চুরির ঘটনা বা এ সংক্রান্ত যেকোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

Link copied!