• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বিধানসভার ভোট চলছে মোদি-শাহের গুজরাটে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৩:৩৬ পিএম
বিধানসভার ভোট চলছে মোদি-শাহের গুজরাটে

১ ডিসেম্বর ৮৯ আসনে প্রথম দফায় ভোট শেষ হওয়ার পর ৫ ডিসেম্বর শুরু হয়েছে ৯৩টি আসনে গুজরাটের বিধানসভা নির্বাচনের ভোট। বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হাড্ডহাড্ডি লড়াই হচ্ছে বিজেপি, কংগ্রেস ও আপের মধ্যে। দ্বিতীয় দফা নির্বাচনে দুপুর ১টা অবধি ৩৪.৭৪ শতাংশ ভোট পড়েছে।

গুজরাটে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি। সপরিবার ভোট দেওয়ার পর মন্দিরে পূজা দেন অমিত শাহ। ভোট দিয়ে নরেন্দ্র মোদি বলেন, “গুজরাট, হিমাচল প্রদেশ ও দিল্লির বাসিন্দারা গণতন্ত্রের উৎসব উদযাপন করছেন। আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আর শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমি নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাতে চাই।”

বুথে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের আবেদন জানান আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধবি। তিনি বলেছেন, “যাকে ইচ্ছে তাদের ভোট দিন। কিন্তু আপনি ভোট দিলে তবেই রাজনৈতিক দলগুলোর কাছে উত্তরের দাবি জানাতে পারেন।”

১ ডিসেম্বরের প্রথম দফা নির্বাচনে ভোট পড়েছিল ৫৬.৮৮ শতাংশ।

Link copied!