• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

শীতে যুদ্ধ কমার ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০১:০৮ পিএম
শীতে যুদ্ধ কমার ইঙ্গিত দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা

১০ মাসের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের গতি ধীর হচ্ছে। শীতের সময়টায় যুদ্ধের গতি এমন থাকবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী কয়েক মাস যুদ্ধের গতি ধীর থাকবে। তবে ইউক্রেনীয় বাহিনীন প্রতিরোধ কমে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামনের বসন্তে নতুন উদ্দমে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া ও ইউক্রেন।

পশ্চিমা অস্ত্র সহযোগীতায় রাশিয়ার দখল করা অর্ধেকের বেশি ভূখণ্ড পুর্নদখল করতে সক্ষম হয়েছে ইউক্রেন। মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, “ইউক্রেন ও রাশিয়ার বাহিনী শীতকালের পর পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে রুশ বাহিনীর এ ব্যাপারে কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সংশয় রয়েছে।”

তিনি জানান, খেরসন থেকে সেনা প্রত্যাহারের পর যুদ্ধের গতি ধীর হয়েছে। সামনের মাসগুলোতেও যুদ্ধের গতি ধীর থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, রুশ বাহিনীতে গোলাবারুদ, রসদ ও অস্ত্রশস্ত্রের ঘাটতি ছাড়াও আছে মনোবলের ঘাটতি।

Link copied!