ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতে অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ জুলাই) স্থানীয় সময় হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে তিনি এ তথ্য জানান।
শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “বাস্তবে যুদ্ধবিমানে গুলি চালানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চারটা বা পাঁচটা। তবে আমার মনে হয় পাঁচটা যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।’
যদিও ট্রাম্প পরিষ্কার করেননি কোন পক্ষের বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে পাকিস্তান দাবি করেছিল, এই সংঘাতে তারা ভারতের রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতও কিছু বিমান হারানোর কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান গত ৩১ মে এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের পক্ষ থেকে কিছু কৌশলগত ভুল হয়েছিল। তবে আমরা দ্রুত তা সংশোধন করে সফলভাবে অভিযান চালিয়েছি। আমাদের যুদ্ধবিমানগুলো নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”
এ ছাড়া ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ ভূপাতিত করা হয়। তবে ইসলামাবাদ সে দাবি অস্বীকার করে। পাকিস্তান শুধু স্বীকার করেছে, ভারত তাদের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে কিছু ক্ষয়ক্ষতি করেছে।