• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫

শুরু হয়েছে কপ-২৭ জলবায়ু সম্মেলন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৫:১৫ পিএম
শুরু হয়েছে কপ-২৭ জলবায়ু সম্মেলন

২৭তম জলবায়ু সম্মেলনের পর্দা ওঠেছে রোববার (৬ নভেম্বর)। জলবায়ু পরিবর্তন রোধে আয়োজিত কনফারেন্স অব পার্টিজ এর ২৭ তম আসর কপ-২৭ অনুষ্ঠিত হচ্ছে মিশরের শারম-আর-শেখ শহরের রেড সি রিসোর্টে।

আল-জাজিরা জানায়, এবারের আয়োজনে অংশ নেবেন ১২০ টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধিরা। সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। দুই সপ্তাহের এই সম্মেলনে অংশ নেবেন প্রায় ৩০ হাজার মানুষ। তবে নিরাপত্তার খাতিরে অনেক অধিকারকর্মীই সম্মেলনে অংশ নিতে মিশর যাচ্ছেন না।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন প্রধান সায়মন স্টিল, মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং কপ-২৭ প্রেসিডেন্ট সামেহ শুকরি।

এই আয়োজনে ৭ ও ৮ তারিখ দুইদিন বক্তব্য রাখবেন বিশ্ব নেতারা। তারা চলে যাওয়ার পর সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা আলোচনা চালাবেন।

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় যেকোনো পদক্ষেপে বিশ্বনেতাদের ঐকমত্যে পৌঁছানোর এক অনন্য আয়োজন কনফারেন্স অব পার্টিজ। তবে সেই হিসাবে ব্যর্থ হয়েছিল কপ-২৬। যুক্তরাজ্যের গ্লাসগোতে আয়োজিত সেই সম্মেলনে যুগান্তকারী কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিশ্বনেতারা।

জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে নানা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করছে পুরো বিশ্ব। এবছর বিশ্বজুড়ে অসহ্য গরম, নজিরবিহীন ঘূর্ণিঝড়, রেকর্ড বৃষ্টিপাত, বন্যা আর জলোচ্ছ্বাসে মারা গেছেন হাজার হাজার মানুষ; বাস্তচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। এর কারণ দ্রুত শিল্পায়নের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। তবে সেদিকে খুব কম নজর দিচ্ছে শিল্পোন্নত দেশগুলো। কিন্তু এর প্রভাবে ভুগছে তারাও।

Link copied!