• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০৮:৪২ এএম
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। 

বিবিসি জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) দেশটির বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কেন্দ্র থেকে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে।

এর আগে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ওই ঘটনায় অসংখ্য মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ নভেম্বর) পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পে  নিহতের সংখ্যা বেড়ে ২৫২ জনে পৌঁছে গেছে। আহত হয়েছেন অন্তত ৩২৬ জন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর সোয়া ১টা ১৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Link copied!