ফিলিস্তিনি যোদ্ধারা বলছে, তারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রবেশ করার পর বড় আকারের হামলা করে ইসরায়েলিদের ধরে নিয়ে গেছে।
অবরুদ্ধ ছিটমহল (গাজা) পরিচালনাকারী গোষ্ঠী হামাস বলেছে, যে আল-আকসা মসজিদের অপবিত্রতা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের ওপর তারা এই আকস্মিক অভিযান শুরু করেছে।
হামাস ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ এবং ইসরায়েলের অবৈধ অধিকৃত এলাকায় যোদ্ধা পাঠানোর পর ইসরায়েলের বিমান বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- সেসব হামলাস্থলে ভারী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা যায়, সম্প্রতি হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী সুককোটের ইহুদি ছুটির সময় অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে উস্কানিমূলক সফর শুরু করে। এই ঘটনার পরই হামাস এই আকস্মিক অপারেশন শুরু করে।
জাতিসংঘের মতে, ২০২৩ সালের প্রথম আট মাসে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর ব্যাপক সহিংসতা ঘটায়। যা প্রতিদিন গড়ে তিনটি করে ঘটনা সংগঠনের হিসেব পাওয়া যায়। সূত্র- আল জাজিরা।