• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

চীনে বিক্ষোভ, বিশ্ববাজারে তেলের দাম ১১ মাসের মধ্যে সর্বনিম্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৪:১১ পিএম
চীনে বিক্ষোভ, বিশ্ববাজারে তেলের দাম ১১ মাসের মধ্যে সর্বনিম্ন

বিশ্বে সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করে চীন। এখন সেই চীনেই চলছে বিক্ষোভ। করোনা বিধি-নিষেধের বিরুদ্ধে চীনে চলমান বিক্ষোভের কারণে বিশ্ববাজারে কমে গেছে তেলের দাম।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জ্বালানি তেলের চাহিদা কমার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারেরও বেশি কমেছে। 

এদিন ব্রেন্ট ক্রুডে দাম প্রতি ব্যারেল ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৪৭ ডলারে ঠেকেছে। লেনদেনের শুরুর দিকে অপরিশোধিত তেলটির দাম ৮১ দশমিক ১৬ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল, যা গত ১১ জানুয়ারির পর সর্বনিম্ন।

এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক শূন্য ৮ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ৭৪ দশমিক ২০ ডলারে নেমেছে। লেনদেনের শুরুর দিকে এটির দাম ৭৩ দশমিক ৮২ ডলার পর্যন্ত কমেছিল। এটি ২০২১ সালের ২৭ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

এর আগে পরপর তিনটি সাপ্তাহিক পতনের পর গত সপ্তাহে তেলের উভয় বেঞ্চমার্কের দামই ১০ মাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৬ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে যায়।

নিসান সিকিউরিটিজের গবেষণার মহ্যব্যবস্থাপক হিরোইউকি কিকুকাওয়া জানান, চীনে করোনা ও বিক্ষোভের কারণে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা আছে। দেশটির রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়ছে তেলের বাজারে। 

Link copied!