• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ইমরানের সম্পদ ২ বাড়ি ও ৪ ছাগল, গয়নাও নেই স্ত্রীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৪:৪৩ পিএম
ইমরানের সম্পদ ২ বাড়ি ও ৪ ছাগল, গয়নাও নেই স্ত্রীর

ফয়সালাবাদ আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তেহরিক-ই ইসলাম পাকিস্তনের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এর জন্য সোমবার তিনি নিজের ও তার স্ত্রী বুশরা বিবির সব সম্পদের তালিকাও জমা দিয়েছেন।

পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান যে পরিমাণ সম্পদের তথ্য প্রদান করেছেন তার মোট মূল্য ৩০ কোটি ৪২ লাখ পাকিস্তানি রুপি। ভাক্কর জেলায় উত্তরাধিকার সূত্রে পাওয়া দুটি বাড়ি আর কিছু জমিও কথা জানালেও তিনি উল্লেখ করেছেন তার বা তার স্ত্রীর কোনো গয়না নেই।

জিও নিউজ জানায়, ইসলামাবাদের কনস্টিটিউশন এভিনিউতে একটি ফ্ল্যাট ও একটি বাণিজ্যিক প্লটেরও মালিক ইমরান খান। এর ভাড়া হিসেবে ১৪ লাখ রুপি পাচ্ছেন তিনি।

এছাড়া পিটিআই চেয়ারম্যান তার চারটি ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করেছেন, কোনো কোম্পানিতে বিনিয়োগ নেই তার। ইমরানের নগদ অর্থ আছে ১ কোটি ১২ লাখ রুপি। আর ২ লাখ রুপি মূল্যের চারটি ছাগল রয়েছে তাঁর। মনোনয়নপত্রে সন্তানদের সম্পদের তথ্য উল্লেখ করেননি তিনি।

ইমরানের সম্পদের এই বিবরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে পাকিস্তানে।

Link copied!