• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

রাশিয়ার মিত্রদের অত্যাধুনিক অস্ত্র দেবেন পুতিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ১১:০৩ এএম
রাশিয়ার মিত্রদের অত্যাধুনিক অস্ত্র দেবেন পুতিন

সোমবার মস্কোর আকাশে সামরিক বিমান আর প্যারেড গ্রাউন্ডে অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনীর মধ্য দিয়ে আর্মি ২০২২ সামরিক মহড়ার উদ্বোধন করেছে রাশিয়া। সম্মেলনে উপস্থিত সবার উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ সময় দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার মিত্রদের কাছে রাশিয়ার অস্ত্র ও প্রযুক্তি পাঠানোর ঘোষণা দিয়েছেন রুশ নেতা। উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন বলেন, “আমরা আমাদের মিত্রদের সবচেয়ে আধুনিক অস্ত্র দিতে প্রস্তুত। যুদ্ধের জন্য ছোট অস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান আর আর্টিলারি থেকে যুদ্ধবিমান এবং চালকবিহীন ড্রোনের হামলা মোকাবেলা করার প্রযুক্তিও থাকবে এর মধ্যে। বিভিন্ন যুদ্ধ ও অভিযানে এসব অস্ত্র একাধিকবার ব্যবহার করা হয়েছে।”

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সামরিক সম্মেলনে ৭২টি দেশের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। এতে অত্যাধুনিক প্রযুক্তির নানান অস্ত্র প্রদর্শন করে মস্কো।

ইউক্রেনে আক্রমণ শুরুর প্রায় ছয় মাস পর অস্ত্র রপ্তানি বাড়ানোর সদ্ধান্ত নিলেন পুতিন। পশ্চিমা বিশ্লেষকরা বলেছেন, যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি পোষাতেই অস্ত্র রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Link copied!