• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

বিশ্ববাজারে ৫ মাসে তেলের দাম কমেছে ৫ ডলার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ১০:৩৬ এএম
বিশ্ববাজারে ৫ মাসে তেলের দাম কমেছে ৫ ডলার

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর পাঁচ মাসে তেলের দাম ৫ ডলার পর্যন্ত কমেছে। সোমবার এ বছরের সর্বনিম্ন দামে বিক্রি হয়েছে অপরিশোধিত তেল।

এদিন বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেলেপ্রতি ৯৭ দশমিক শূন্য ১ ডলার। আগের চাইতে ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমেছে দাম। এর আগে শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ১ দশমিক ৫ শতাংশ। 

রয়টার্স আরও জানায়, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম এখন ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক শূন্য ৩ ডলারে। শুক্রবারও এর দাম ২ দশমিক ৪ শতাংশ কমে।

রাশিয়া থেকে সরবরাহ বন্ধের উদ্বেগের কারণে ৭ মার্চ ব্রেন্টের দাম ছিল সর্বোচ্চ। এরপর বেশ কয়েক সপ্তাহ ১০০ ডলারের ওপর ছিল দাম।

একদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে চীনসহ তেল রপ্তানিকারক দেশগুলোতে অর্থনৈতিক মন্দার কারণে কমেছে চাহিদা। ফলে তেলের দাম কমছে নিয়মিত।

বিশ্লেষকেরা বলছেন, ইরান তাদের পারমাণবিক চুক্তি পুনর্বহাল করলে তেলের দাম আরও কমতে পারে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেই বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াবে ইরান।

Link copied!