• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারতের ‘ওয়ারেন বাফেট’ রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ১১:১৪ এএম
ভারতের ‘ওয়ারেন বাফেট’ রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যু

ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন। হিন্দুস্তান টাইমস জানায়, রোববার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই ভারতীয় ব্যবসায়ী। মাত্র ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।

১৯৬০ সালের ৫ জুলাই মুম্বইতে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। তাঁর বাবা ছিলেন আয়কর দপ্তরের কর্মকর্তা। বাবার মাধ্যমেই শেয়ার বাজারে আগ্রহী হন রাকেশের।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ভারতের অন্যতম ধনী ব্যক্তি ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়ে তার বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে। শেয়ার বাজারে তার বিনিয়োগের কারণে তাঁকে ‘ভারতীয় ওয়ারেন বাফেট’ নামেও ডাকা হয়। 

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে মোদি জানান, ‘রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য ব্যক্তি ছিলেন। অন্তর্দৃষ্টিপূর্ণ মানুষ ছিলেন তিনি। অঅর্থনীতিতে অসামান্য অবদান রেখে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত আমি। তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।”

 

Link copied!