• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

চীনে ল্যাংগায়া ভাইরাসের প্রকোপ, আক্রান্ত ৩৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৪:২৯ পিএম
চীনে ল্যাংগায়া ভাইরাসের প্রকোপ, আক্রান্ত ৩৫

করোনা মহামারি শেষ হওয়ার আগেই চীনের শানডং এবং হেনান প্রদেশে দেখা দিয়েছে হেনিপাভাইরাসের নতুন ধরন ল্যাংগায়ার প্রকোপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস মিডিয়ার খবরে বলা হয় এ পর্যন্ত ৩৫ জন এই ভাইরাসের দ্বারা সংক্রামিত হয়েছেন।

ল্যাংগায়া হেনিপাভাইরাসটি ২০১৮ সালের শেষের দিকে শানডং ও হেনানের উত্তর-পূর্ব প্রদেশে প্রথম শনাক্ত করা হয়। তবে গত সপ্তাহে বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে এর প্রকোপ বাড়ার কথা জানান।

গার্ডিয়ান জানায়, ভাইরাসটি সম্ভবত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়েছে। গবেষকরা বন্য প্রাণীদের পরীক্ষা করতে গিয়ে শ্রিউ নামক এক ধরণের প্রাণীর আরএনএ-তে এই ভাইরাসের উপস্থিতি খুঁজে পেয়েছেন। 

এছাড়া শতকরা ২ ভাগ গৃহপালিত ছাগল ও ৫ ভাগ কুকুরের মধ্যেও ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

গবেষণায় উল্লেখ করেছেন, নতুন আবিষ্কৃত হেনিপাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের জ্বর, ক্লান্তি, কাশি, বমি বমি ভাবসহ বেশ কিছু লক্ষণ রয়েছে।

বর্তমানে হেনিপাভাইরাসের কোনো টিকা বা চিকিৎসা নেই। তবে ল্যাংয়া হেনিপাভাইরাসটিও এখনও প্রাণঘাতী বলে প্রমাণ হয়নি। 

তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Link copied!