• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

পানির দাম নিয়ে বিরোধ, যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০৪:৩৫ পিএম
পানির দাম নিয়ে বিরোধ, যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা

ভারতের উত্তরপ্রদেশের পানির বোতলের অতিরিক্ত দাম নিয়ে তর্কের জেরে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ট্রেনের তিন কর্মী ও পানি বিক্রেতার এই ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। 

হিন্দুস্তান টাইমস জানায়, ললিতপুর জেলার জিরোলি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। ললিতপুর স্টেশন অফিসার নবীন কুমার জানান, যে যাত্রীকে ট্রেন থেকে ফেলা হয়েছে তিনি ঝাঁসির বাসিন্দা। ২৬ বছর বয়সী যাত্রীর নাম রবি যাদব। 

তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্টেশন অফিসার আরও জানান, রবি যাদব শনিবার রাতে ঝাঁসি থেকে রাপ্তি সাগর এক্সপ্রেস ট্রেনে করে ললিতপুর যাচ্ছিলেন। এসময় ট্রেনের ভেতর এক বিক্রেতা ২০ রুপি করে পানির বোতল বিক্রি করছিল। যদিও রেলের নির্ধারিত দাম ছিল ১৫ রুপি। এ নিয়ে বচসা শুরু হয় দুপক্ষের। এক পর্যায়ে পানি বিক্রেতা তার দুই সঙ্গীকে ডেকে নিয়ে আসে এবং রবিকে টেনে স্লিপার ক্লাসে নিয়ে যান। পরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তিনজন।

পরে অজ্ঞাত ৩ কর্মী, বিক্রেতা ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রবি যাদব। এ ঘটনায় ভোপাল রেল স্টেশন থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

  

Link copied!