• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় ১৯ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৪:০০ পিএম
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় ১৯ জনের মৃত্যু

আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের পূর্ব কেন্টাকির অ্যাপালাচিয়া অঞ্চলে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে।

গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ এটি। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

বন্যায় কয়েকশো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে “বড় বিপর্যয়” উল্লেখ করে উদ্ধারকারীদের সাহায্য করার জন্য স্থানীয় কর্মকর্তাদের সাহায্যের নির্দেশ দেন।

বেসিয়ার আরও জানান, নৌকা ও হেলিকপ্টারে করে আক্রান্ত এলাকা থেকে শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অন্তত ৩৩ হাজার মানুষ বিদ্যুৎ বিভ্রাটে রয়েছেন। মুষলধারে বৃষ্টির পরে ভূমিধসের সৃষ্টি হয়েছে অনেক এলাকয়। 

কাদাপানিতে সড়কগুলোও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ২০ বছরের মধ্যে কেন্টাকিতে কখনও এত বেশি পানি দেখেনি এলাকাবাসী। বিবিসির খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণেই কেনটাকি বন্যার মতো আরও চরম দুর্যোগ ঘটছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Link copied!