• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ভারতে মিগ-২১ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২২, ০৯:৫৫ এএম
ভারতে মিগ-২১ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

ভারতে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, দুই আসনের ওই মিগ-২১ বিমানটি সন্ধ্যায় প্রশিক্ষণের জন্য রাজস্থানের উটারলাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে রাত ৯টা ১০ মিনিটে ভিমদা গ্রামে এটি বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত হয়ে বিমানটির দুই পাইলট মারা গেছেন। এই প্রাণহানির জন্য তারা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট বার্তায় বলেছেন, “মিগ-২১ প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার কারণে দুই বিমানযোদ্ধাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”

সোভিয়েত আমলে নির্মিত মিগ-২১ ষাটের দশকে ভারতের বিমানবাহিনীতে যুক্ত হয়। এরপর অন্তত ২০০ বার দুর্ঘটনায় পড়ে এই মডেলের বিমান। 

Link copied!