• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে বন্যায় এক মাসে ৩১০ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ১২:৩১ পিএম
পাকিস্তানে বন্যায় এক মাসে ৩১০ জনের মৃত্যু

জুনের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে। আকস্মিক বন্যায় আহত হয়েছে শতাধিক মানুষ।

বন্যার কারণে বিভিন্ন শহরের সরকারি পরিষেবা স্থগিত হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, অবকাঠামো, সড়কসহ প্রায় ৫ হাজার ৬০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবছরের বন্যায়।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের ছবিতে দক্ষিণের শহর করাচি ও আশেপাশের এলাকা হাঁটু-পানিতে ডুবে থাকতে দেখা যায়। শনিবার থেকে সেখানে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। সরকার আরও ১৪টি শহরে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে রয়েছে পাকিস্তান। বছরের শুরুতেও চরম দাবদাহের কবলে পরে দেশটি।

চরমভাবাপন্ন পরিবেশ অর্থনৈতিক ও মানবিক ক্ষতি বাড়িয়ে তুলছে প্রতি বছর। ২০১৮ সালে পরিবেশগত বিপর্যয়ের কারণে পাকিস্তানে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এক দশকে ৪০০ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

Link copied!