• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

প্রচণ্ড গরমে গলে গেল রানওয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ১১:৩৭ এএম
প্রচণ্ড গরমে গলে গেল রানওয়ে

ইউরোপজুড়ে চলছে তীব্র দাবদাহ। এরই মধ্যে যুক্তরাজ্যে তাপ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এর মধ্যে প্রচণ্ড দাবদাহে অক্সফোর্ডশায়ারের নরটন বিমানঘাঁটিতে রানওয়ের পিচ গলে গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, নরটন বিমানঘাঁটির রানওয়ে গলে যাওয়ায় যুক্তরাজ্যের বিমানবাহিনী রানওয়ে আর ব্যবহার করতে পারছে না। তাদের বিকল্প রানওয়ে ব্যবহার করতে হচ্ছে।

বিমানবন্দরের মতো একই অবস্থা রেলস্টেশনেরও। নেটওয়ার্ক রেলের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার লন্ডন থেকে উত্তরের লিডস ও ইয়র্কের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যাবে না।

নেটওয়ার্ক রেলের পক্ষ থেকে যুক্তরাজ্যবাসীকে আহ্বান জানানো হয়েছে, যাতে তারা একদম দরকার ছাড়া মঙ্গলবার ভ্রমণে বের না হয়। এ ছাড়া লন্ডন, লিডস ও ইয়র্কে মঙ্গলবার অধিকাংশ গণপরিবহন বন্ধ থাকবে।

আবহাওয়া অফিসের রেড এলার্টের পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থাও লেভেল ফোর এলার্ট জারি করেছে। যুক্তরাজ্যের লেভেল ফোর এলার্টকে জাতীয় জরুরি অবস্থা বিবেচনা করা হয়।

এর আগে যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০১৯ সালে কেমব্রিজে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!