• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২২, ১২:৪৭ পিএম
পাকিস্তানে বন্যায় অর্ধশতাধিক মৃত্যু

পাকিস্তানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গৃহহীন হয়েছেন কয়েকশো মানুষ। 

আল-জাজিরা জানায়, বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বন্যার পানিতে ভেসে গিয়ে নারী ও শিশুসহ ৫৭ জন নিহত হয়েছে। প্রদেশের মুখ্যমন্ত্রীর দুর্যোগ ও স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ শনিবার এসব তথ্য দিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভারী বৃষ্টির কারণে আটটি বাঁধ ফেটে গেছে। বৃষ্টি ও বন্যার পানিতে বাড়িঘর ধসে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। রবিবারও প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এছাড়া পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়ি ধসে পড়ায় ছয় বছর বয়সী এক শিশুসহ দুইজন মারা গেছে। আহত হয়েছে চারজন। সরকারি বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিয়মিত ভারী বৃষ্টিপাত হচ্ছে। দেশটির সবচেয়ে বড় শহর করাচির বিশাল অংশ পানিতে তলিয়ে গেছে।

পাকিস্তানের নৌবাহিনী জানায় বন্যাদুর্গত নাগরিকদের সরিয়ে নিতে এবং রেশন ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে তারা। এর আগে ২০১০ সালে পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ বন্যায় ২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হন।

Link copied!