• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

করোনায় আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২২, ০৪:১১ পিএম
করোনায় আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এই অর্থনীতিবিদ। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই সেবা নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গেছে।

কয়েক দিন আগেই বিদেশ থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি ফিরেছেন অমর্ত্য সেন। এই মুহূর্তে চিকিৎকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। আগামী সোমবার আবার তার করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে আনন্দবাজার।

শনিবার কলকাতা এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। এরপর রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে করোনায় আক্রান্ত হওয়ায় পর সব পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

৮৮ বছর বয়সী এই নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রায় দু’বছর পর গত সপ্তাহে শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতে আসেন। এর মধ্যেই তাঁর অসুস্থতার খবর পাওয়া যায়।

Link copied!