• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

ভারত মহাসাগরে বড় ভূমিকম্পের আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৫:৩২ পিএম
ভারত মহাসাগরে বড় ভূমিকম্পের আশঙ্কা

ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সোমবার থেকে ২৪ ঘণ্টায় অন্তত ২২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৮ থেকে ৫ পর্যন্ত।

সোমবার ভোর ৬টার দিকে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এরপর থেকে লাগাতার ঘণ্টায় ঘণ্টায় কেঁপে উঠেছে দ্বীপটি। সর্বশেষ ভূমিকম্প হয় মঙ্গলবার সকাল ৮টায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ মাত্রার ছিল। ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আশঙ্কা করা হচ্ছে বড় কোন ভূমিকম্পের ইঙ্গিত এটি।

মূলত ভূপৃষ্ঠের অভ্যন্তরে একাধিক টেকটনিক প্লেটের সংঘর্ষে এই ভূমিকম্প হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেন, সাধারণত বড় ভূমিকম্পের আগে বা পরে এরম ছোট ছোট কম্পন অনুভূত হয়। 

একের পর এক ভূমিকম্পের ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্বীপটিতে ২০০৪ সালের ডিসেম্বরে সবশেষ বড় ধরনের ভূমিকম্প হয়।

Link copied!